প্রকাশিত: Sat, Apr 27, 2024 12:25 PM
আপডেট: Mon, May 13, 2024 11:01 PM

[১] নরেন্দ্র মোদির ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য নিয়ে ১৭,৪০০ নাগরিকের অভিযোগ খতিয়ে দেখছে ভারতের নির্বাচন কমিশন

রাশিদুল ইসলাম: [২] প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মঙ্গলসূত্র’ মন্তব্যে অসন্তোষ বাড়ছে। সিপিআইএম(এল), কংগ্রেসের পর এবার প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে কমিশনে অভিযোগ করেছেন ১৭ হাজার ৪০০ সাধারণ নাগরিক। ফলে একপ্রকার চাপে পড়েই ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সব অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। টাইমস অব ইন্ডিয়া/পারসটুডে

[৩] রাজস্থানের বাঁশওয়ারায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যকে এক বাক্যে ঘৃণাভাষণ আখ্যা দিয়ে তার নিন্দায় সরব হয়েছেন বিরোধী সব নেতা। 

[৪] রোববার রাজস্থানের একটি সভায় গিয়ে তিনি বলেন, ‘সরকারে থাকাকালীন কংগ্রেস  বলেছিল দেশের সম্পদের উপর মুসলিমদের অধিকার সকলের আগে। অর্থাৎ দেশের সম্পদ বন্টন করা হবে তাদের মধ্যে, যাদের পরিবারে বেশি সন্তান রয়েছে। অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়া হবে দেশের সম্পদ। কংগ্রেসের ইস্তেহারেই বলা হয়েছে, মা-বোনদের সোনার গয়নার হিসেব করে সেই সম্পদ বিতরণ করা হবে। মনমোহন সিংয়ের সরকার তো বলেই দিয়েছে, দেশের সম্পদে অধিকার মুসলিমদেরই। আপনাদের মঙ্গলসূত্রটাও বাদ দেবে না।’

[৫] লোকসভা নির্বাচন চলাকালীন প্রধানমন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দা শুরু করেছে কংগ্রেস। সম্পাদনা: এম খান